আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দেশে আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। খুন, ধর্ষণ, ঘুষ, দুর্নীতি মহামারি চলছে। এগুলো হচ্ছে একদলীয় দু:শাসনের প্রত্যক্ষ ফলাফল। আজকে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস
মাওলানা মোহাম্মদ ইসহাকের সাভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল
কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব-
মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন।
এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক- মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, প্রশিক্ষন সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজীজুল হক প্রমুখ।
বৈঠকে মাওলানা মোহাম্মদ ইসহাক আরো বলেন, রাজনৈতিক কারণে গুম, হত্যা, হামলা, মামলা, জেল, জুলুম ভয়ানক রূপ প্ররিগ্রহ করছে। সাদেক হোসনে খোকার মত একজন বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় রাজনৈতিক নেতার দেশের মাটির মৃত্যুর আশা পূরণ না হওয়া অত্যন্ত দু:খজনক।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ
কথা বলেন। বৈঠকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবস্থায় মৃত্যুবরণকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-
বিএনপি’র ভাইসচেয়ারম্যান, ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ইন্তিকালে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।
দোয়ার পূর্বে সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করা হয়। দোয়া-মুনাজাত পরিচালনা করেন আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।
-এটি