শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


শক্তিশালী ‘মহা’র প্রভাব পড়বে না বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের গুজরাট উপকূলে ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে সাইক্লোন 'মহা'। এটি ধবার মধ্যরাত বা বৃহস্পতিবার ভোরে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস।

তবে ‘মহা’র যে গতিবিধি, তাতে বাংলাদেশের ওপর তেমন প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভারতের সৌরাষ্ট্র ও দক্ষিণ গুজরাটের একটা বড় অংশ জুড়ে মহা’র প্রভাবে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, ‘মহা’র প্রভাবে তাপমাত্রায় সামান্য তারতম্য হতে পারে। বাতাসের গতিবেগও কিছুটা বেড়ে যেতে পারে। এছাড়া বড় কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর কিছুটা উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে।

অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে উল্লেখ করে আবাহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ