আওয়ার ইসলাম: নকশা জালিয়াতি করে রাজধানীর এফ টাওয়ার নির্মাণ করায় এফ আর টাওয়ারের ইজারা গ্রহিতা সৈয়দ মুহা. হোসাইন ইমাম ফারুক ( এস এম এইচ ফারুক), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন ইমারত পরিদর্শক ও প্রাক্তন উপপরিচালক (এস্টেট) মুহাম্মদ শওগত আলীর জামিন বাতিল করেছে হাইকোর্ট।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দেয়া জামিন আবেদন বাতিল করে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে তাদের আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিচারপতি মুহা. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মুহা. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।
ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের এ কথা বলেন।
-এএ