শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭

শিরোনাম :

ধানমন্ডিতে জোড়া খুনের ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ধানমন্ডির ফ্ল্যাটে জোড়া খুনের ঘটনায় করা মামলার প্রধান আসামি সুরভি নামের পলাতক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার একটি হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সন্দেহভাজন পলাতক ওই গৃহকর্মীকে গ্রেপ্তারের বিষয়টি ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আশফাক রাজীব হাসান নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পেলে তা জানানো হবে।

গত শুক্রবার রাজধানীর ধানমন্ডির ফ্ল্যাটে সংগঠিত জোড়া খুনের পর থেকেই ওই গৃহকর্মীর কোনো খোঁজ পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের পর থেকেই গৃহকর্মী পলাতক হওয়ার পাশাপাশি বাসা থেকে মোবাইল ও স্বর্ণালংকার খোয়া যায় বলে জানান নিহতের স্বজনরা।

পুলিশ এবং স্বজনদের ধারণা, হত্যাকাণ্ডের সঙ্গে পলাতক সেই গৃহপরিচারিকা জড়িত থাকতে পারে। ওই বাসার সিসিটিভি ফুটেজ থেকে তাকে বাসায় ঢুকতে এবং বেরিয়ে যেতে দেখা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ