শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


খোকার অভাব দলের জন্য অপূরণীয়: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাদেক হোসেন খোকার অভাব দলের জন্য অপূরণীয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার ( ০৪ নভেম্বর) বিকেলে যশোরে সময় সংবাদকে এ কথা বলেন তিনি। এ সময় খোকার মৃত্যুতে গভীর শোক জানান মির্জা ফখরুল।

মির্জা কখরুল বলেন, সাদেক হোসেন খোকা শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, একাধারে একজন মুক্তিযোদ্ধা, এবং ঢাকার মেয়র ছিলেন। আমি বলবো এটা আসলে অসময়ে চলে যাওয়া। এটা শুধু আমাদের দলের জন্য নয়, পুরো দেশের জন্য অপূরণীয় বিষয়।

তিনি বলেন, তার এই চলে যাওয়া একটা শূন্যতা সৃষ্টি হবে, যে শূন্যতা কখন পূরণ করা সম্ভব না।

নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে (নিউইয়র্কের স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা।

ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউইয়র্ক চলে যান সাদেক হোসেন খোকা। তার পর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় দীর্ঘদিন ধরে থাকছিলেন বিএনপির এ নেতা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ