শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭

শিরোনাম :

সিলেটে ব্যবসায়ী হত্যায় ৩ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের বিশ্বনাথে সাত বছর আগে ফুল মিয়া নামে এক মুদি দোকানিকে হত্যা মামলায় ইউপি সদস্যসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়ের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য দুদু মিয়া, বিশ্বনাথের মুছেধর গ্রামের তেরা মিয়ার ছেলে দেলোয়ার হোসেন প্রকাশ ও সুনামগঞ্জের চণ্ডিপুর গ্রামের জগত চন্দ্র দাসের ছেলে জয়ন্ত দাস।

যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের প্রত্যেককে দশ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ২০১২ সালে ২৭ জানুয়ারি রাতে বিশ্বনাথ উপজেলার মুছেধর গ্রামের মাসুক মিয়ার ছেলে মুদি দোকানদার ফুল মিয়াকে তার দোকানে ঢুকে দুদু মিয়া ও তার চার সহযোগী ধারালো অস্ত্র কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় ফুল মিয়ার বাবা বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ওই বছরের ৩১ মে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

-ওএএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ