শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই সনদের দরকার নেই, গণতন্ত্র বাস্তবায়নে একটি সংসদ প্রয়োজন: মেজর (অব.) হাফিজ জামায়াতে যোগ দিয়ে আ.লীগ নেতা বললেন- ‘এখন থেকে আল্লাহর রাস্তায় চলতে চাই’ মাওলানা জালাল উদ্দিন রুমির ২টি বই প্রি-অর্ডার করলে বিশেষ ছাড়!  ‘আমি সব ধর্মের উপদেষ্টা, মন্দির-প্যাগোডায় যাওয়া আমার দায়িত্বের অংশ’ ‘হুজুররা শুধু ওয়াজ করে, এমন ধারণার পরিবর্তন আনতে হবে’ জঙ্গি সন্দেহে ভারতে গ্রেপ্তার ১ বাংলাদেশি যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের গণহত্যা শুরুর অজুহাত খুঁজছেন নেতানিয়াহু গাজায় শান্তিরক্ষী হিসেবে কাজ করবে কেবল মুসলিম সৈন্যরা ‘জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে’ রোববার যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চ

দেশপ্রেম ইসলামে নিষিদ্ধ নয়: আল্লামা মাসঊদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: “নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লামের আদর্শের সুনাগরিক গড়ার জন্যই আমরা ইকরা বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠা করেছিলাম।” বললেন, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, “হযরত মুহাম্মদ সা. একজন শ্রেষ্ঠ নবী ও রাসুল ছিলেন। নিজেকে তিনি আরবী, মক্কী এবং মাদানী হিসেবে ঘোষণা করেছেন। দেশপ্রেম ইসলামে নিষিদ্ধ নয়। তাই ইকরা দেশপ্রেমে উদ্বুদ্ধ করেই সুনাগরিক গড়তে চায়।”

শনিবার (২ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

হবিগঞ্জের মানুষদের প্রশংসা করে আল্লামা মাসঊদ বলেন, “গত এক বছরের পারফর্মেন্সে হবিগঞ্জ ইকরা যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। সিলেটের মানুষ অনেক মেধাবী। হবিগঞ্জের মানুষ আরও বেশি মেধাবী। হবিগঞ্জ ইকরা ভালো করছে ইনশাআল্লাহ আরও ভালো করবে। আপনারা দুআ করবেন।”

হবিগঞ্জ ইকরাকে মুহা আবু জাহির (এমপি) এর হাতে তুলে দিয়ে শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম বলেন, “এই ইকরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি ভাববেন। আমি তার হাতে এই স্কুলের দেখভালের ভারাভার দিয়ে গেলাম। তিনি ইকরাকে নিজস্ব জায়গায় দেখতে চান বলেও আশা প্রকাশ করেন।”

 

সেমিনারে প্রধান অতিথির আলোচনায় অ্যাডভোকেট মুহা. আবু জাহির (এমপি) বলেন, আমাদের প্রিয় নবীজী শিশুদের ভালোবাসতেন। মসজিদে মিষ্টিজাতীয় জিনিস নিয়ে যেতেন শিশুদের দেয়ার জন্য। আপনারা এগিয়ে যান, হিজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লামের আদর্শ ছড়িয়ে দিন।

আল্লামা মাসঊদের জঙ্গিবাদবিরোধী ফতোয়ার প্রশংসা করে মুহা. আবু জাহির বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে একযোগে ১ লক্ষ আলেমের স্বাক্ষর সম্বলিত আল্লামাা ফরীদ উদ্দীন মাসঊদ সাহেবের ফতোয়া দিয়ে যে অবদান রেখেছেন তা জাতি অকপটে তা স্বীকার করে। ইকরা বাংলাদেশ স্কুলের জন্য তিনি একলক্ষ টাকা অর্থ বরাদ্দের ঘোষণাও দেন।

ইকরা উপদেষ্টা মশিউর রহমান শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ বানিয়াচং-আজমিরীগঞ্জের এমপি আবদুল মজিদ খান, হবিগঞ্জ জেলা (অতিরিক্ত) পুলিশ সুপার রবিউল আলম। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সাংবাদিক মাওলানা মাসউদুল কাদির।

এ ছাড়াও বক্তব্য রাখেন, হাজী আমির হোসাইন, মাওরানা মোজাহিদ আলী, মাওলানাা সাইদুজ্জামান নূর, মাওলানা হোসাাইন আহমদ বাহুবলী, মাওলানাা শেখ শরিফ হাসানাত, মুফতি জুলকারনাইনসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতেই ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের শিক্ষাসচিব মুফতী আনোয়ার আমিরসহ অন্যান্য শিক্ষকগণ ফুল দিয়ে অতিথিদের বরণ করেন। শেষে ইকরা শিশুদের পুরস্কার প্রদান করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ