সুফিয়ান ফারাবী: কাউন্সিলের মাধ্যমে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আশুলিয়া থানার কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) জামিয়া আশরাফিয়া দারুন দুদুমিয়ায় মাগরিবের নামাজের পর থেকে শুরু হয় কাউন্সিল।
খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের উপদেষ্টা হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীর সভাপতিত্বে আশুলিয়ার চারাবাগ মাদরাসা মসজিদে বিপুলসংখ্যক উলামায়ে কেরাম ও জনসাধারণের উপস্থিতিতে কাউন্সিল সম্পন্ন হয়।
এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন, জামি'আ ইসলামিয়া দারুল উলূম দুদু মিয়া চারাবাগ মাদরাসার মুহ্তামিম মুফতি বাহাউদ্দীন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জামি'আ নূরিয়া ভাদাইল মাদরাসার মুহ্তামিম হাফেজ মাওলানা আতাউল্লাহ।
পর্যায়ক্রমে- সাংগঠনিক সম্পাদক মুফতী উমর ফারুক, অর্থ সম্পাদক মুফতী এনায়েতুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা মুসলেহ উদ্দীন শেরপুরী, দফতর সম্পাদক মুফতী মাহমুদুল কবির মনির। এছাড়াও মোট ২৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- জামি'আ ইসলামিয়া মদীনাতুল উলূম ব্যাংক কলোনী মাদরাসার মুহ্তামিম ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল্লাহ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, মাওলানা আবুল হাসান পাথরঘাটা, প্রচার সম্পাদক মাওলানা নাসির উদ্দিন।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাসেম আশরাফী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সভাপতি মুফতী মাহবুবুর রহমান নবাবগঞ্জী, সাধারণ সম্পাদক মুফতী নাজমুল হাসান বিন নূরী, সিনিয়র সহসভাপতি হাফেজ মাওলানা শাহেদ জহেরী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শফীকুল ইসলাম, প্রচার সম্পাদক মুফতী আব্দুল্লাহ্ ফিরোজীসহ ঢাকা জেলা উত্তরের অন্যান্য নেতৃবৃন্দ।
এতে বক্তাগণ বলেন, রাসূলকে সা. অবমাননাকারীর শাস্তি মৃত্যুদণ্ড করে সংসদে আইন পাশ করাতে হবে। যেন কেউ তার সম্পর্কে কটুক্তি করার সাহস না পায়। কেউ যদি রিসালাতকে অস্বীকার করে সে মুমিন-মুসলমান থাকে না। যেহেতু কাদিয়ানীরা মুহাম্মাদ সা. কে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, সুতরাং তারা মুসলমান নয়। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি- অবিলম্বে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক।
আরএম/