রবিবার, ৩১ আগস্ট ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত জাতীয় প্রেসক্লাবে মসজিদভিত্তিক সমাজ উন্নয়ন বিষয়ে গোলটেবিল আলোচনা পাগলা মসজিদের সিন্দুকে রেকর্ড ১২ কোটি টাকা ইসলামিক ল' রিসার্চ সেন্টারের ২৭তম এজিএম অনুষ্ঠিত শাপলার চেতনা আগামীর বাংলাদেশের মাইলফলক: ইবনে শাইখুল হাদিস ২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের ঘোষণা ‘নুরের ওপর হামলায় দেশের নেতৃত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ’ বাংলাদেশ বিনির্মাণে সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল জুলাই আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : খেলাফত মহাসচিব ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে: ইসলামী আন্দোলন মহাসচিব

কক্সবাজারে নারী-শিশুসহ ১৫ রোহিঙ্গা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার সদরের ইসলামপুরে গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফিরার সময় নারী ও শিশুসহ ১৫ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া থেকে তাদের আটক করা হয়। মালয়েশিয়া পাচারের জন্য তাদের এখানে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী বলেন, রাতের অন্ধকারে কিছু নারী-পুরুষের গতিবিধি ও চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকার কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে যায়। এসময় তারা নারী ও শিশুসহ ১৫ রোহিঙ্গাকে দেখতে পেয়ে তাদের আটকে পুলিশকে খবর দেয়।

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছে।’

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন রোহিঙ্গাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান পাচারের জন্য তাদের সেখানে জড়ো করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

জিজ্ঞাসাবাদ শেষে রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ