শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সুশাসন প্রতিষ্ঠার জন্য সংসদে যেতে চাই: মাওলানা আব্দুল মালিক জনগণকে বোকা বানাবেন না, জামায়াতকে বললেন ফখরুল সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: ইসি আনোরুল জুলাই সনদের দরকার নেই, গণতন্ত্র বাস্তবায়নে একটি সংসদ প্রয়োজন: মেজর (অব.) হাফিজ জামায়াতে যোগ দিয়ে আ.লীগ নেতা বললেন- ‘এখন থেকে আল্লাহর রাস্তায় চলতে চাই’ মাওলানা জালাল উদ্দিন রুমির ২টি বই প্রি-অর্ডার করলে বিশেষ ছাড়!  ‘আমি সব ধর্মের উপদেষ্টা, মন্দির-প্যাগোডায় যাওয়া আমার দায়িত্বের অংশ’ ‘হুজুররা শুধু ওয়াজ করে, এমন ধারণার পরিবর্তন আনতে হবে’ জঙ্গি সন্দেহে ভারতে গ্রেপ্তার ১ বাংলাদেশি যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের গণহত্যা শুরুর অজুহাত খুঁজছেন নেতানিয়াহু

অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ১২টায় কুয়েট কর্তৃপক্ষ এ নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেন। সেইসঙ্গে (আজ) শনিবার বিকেল ৫টার মধ্যে ছয়টি হলের ছাত্রদের এবং রোববার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের একটি হল খালি করার নির্দেশ দেয়া হয়।

কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

কুয়েট সূত্র জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে কুয়েটের অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫ থেকে ৬ জন আহত হন। রাতে বিষয়টি নিয়ে অন‌্যান‌্য হলেও উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে আজ (শনিবার) কুয়েটে প্রথম বর্ষে ভর্তির যে পরীক্ষা হওয়ার কথা তা যথারীতি অনুষ্ঠিত হবে। কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার জানান, কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও আজ বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কুয়েটে যথারীতি অনুষ্ঠিত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ