শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭

শিরোনাম :

গাজীপুরের ঝুট গুদামে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর আমবাগ এলাকায় কয়েকটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পৌনে ২ ঘন্টা চেষ্টায় রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫টি ঝুট গুদামের মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহা. মামুনুর রশীদ জানান, কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিমপাড়া এলাকায় টিনশেডের কয়েকটি ঝুট গুদামে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুইটি, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি এবং ডিবিএল গ্রুপের মিনি ফায়ার সার্ভিসে একটি ইউনিটসহ ৫টি ইউনিটের কর্মীরা আগুন নিভানোর কাজে অংশ নেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ