আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র ভিপি নুরুল হক নুর বলেন, শিক্ষার্থী নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীদেরই কথা বলতে হবে। ডাকসু বা শিক্ষকদের কয়েকজন প্রতিবাদ করলেও কোনো পরিবর্তন হবে না। কোনো শিক্ষার্থী নির্যাতনের শিকার হলে তাকেই আগে কথা বলতে হবে।
গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে গণরুম-গেস্টরুমে নির্যাতন নিপীড়ন বন্ধে ও প্রথম বর্ষ থেকে বৈধ সিটের দাবিতে অনুষ্ঠিত ছাত্র-শিক্ষক উন্মুক্ত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আারও বলেন, ছাত্রলীগের এক সময় গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, আমরা তা অস্বীকার করছি না। কিন্তু গত বিশ বছরের অবদান কী? কোনো অবদান নেই। বরং শিক্ষার্থীদের কাছে তারা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে দুর্নীতির বিরুদ্ধে যে শুদ্ধি অভিযান চালাচ্ছেন, সেই অভিযানে শুধু যুবলীগকে ধরলে হবে না, ছাত্রলীগের লাগামও টেনে ধরতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এসময় শিক্ষকদের মধ্যে অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তামজীমউদ্দীন খান, আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
-এএ