শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ, ২ পুলিশ প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে প্রধান সড়কে অটোরিকশা প্রবেশ করাতে চালকের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

গতকাল বুধবার রাত ৮টায় জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোমেন এ তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত দু’জন হলেন- কনস্টেবল হাবিব ও জনি। জেলা পুলিশ সুপারের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়।

মোমেন জানান, যাত্রীবাহী অটোরিকশা থেকে টাকা নিয়ে শহরের মূল রাস্তায় প্রবেশ করতে সহযোগিতা করতেন হাবিব ও জনি। জেলা পুলিশ সুপারের কাছে এমন অভিযোগ আসার পর তাদের তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ