শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


দোহারে জুয়া খেলা ও দেখার অপরাধে আটজনের জেল-জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের গোড়াবন এলাকা থেকে বুধবার সন্ধ্যায় আট জুয়াড়িকে আটক করে পুলিশ। এছাড়া জুয়া দেখার অপরাধে একজনকে শাস্তি দেয়া হয়েছে।

আটককৃতরা হলেন, মুহা. লিটন (২৩), আব্দুল করিম (৩৫), মুহা. স্বপন (৪৫), মুহা. রাসেল (৩৩), মুহা. শরীফ (৩৫), মুহা. সাগর (২৪), মুহা. জামাল (৩৫) ও শেখ দুলাল (৩৫)।

আটককৃতদের পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র সাত জুয়ারির প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড ও জুয়া খেলা দেখার অপরাধে শেখ দুলালকে তিন হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর সাজাপ্রাপ্ত আসামীদের তথ্য ও ছবি নিতে গেলে দোহার থানার ফুলতলা তদন্ত কেন্দ্রের এএসআই মুহা. সাইমন সাংবাদিক শামীম আরমানকে ছবি নিতে বাধা প্রদান করেন। বাধা দেয়ার কারণ জানতে চাইলে তিনি ওই সাংবাদিকের ওপর চড়াও হয়ে তাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। ছবি নেয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি থাকলেও তিনি তাতে কোনো কর্নপাত করেননি। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এছাড়া গাঁজা সেবনের অপরাধে নারিশা সাতভিটা এলাকা থেকে মুহা. অভি নামে একজনকে আটক করে পুলিশ। তাকেও ভ্রাম্যমাণ আদালতে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ