শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭

শিরোনাম :

ক্রেন দুর্ঘটনায় বাংলাদেশি হতাহতদের ক্ষতিপূরণ দিলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মক্কায় মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনার চার বছর পর হতাহত তিন বাংলাদেশিকে ক্ষতিপূরণ দিয়েছে সৌদি সরকার।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিহতের পরিবার ও আহতদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

দুর্ঘটনায় নিহত মোহাম্মদ আবুল কাশেম সুফির মা রাজিয়া বেগম ও স্ত্রী রুবিনা আক্তার চৌধুরীর হাতে ২ কোটি ২৬ লাখ টাকা, আহত সরদার আবদুর রব ও মোহাম্মদ নাজিম উদ্দিনকে ১ কোটি ১৩ লাখ টাকা করে দেয়া হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুহা. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মুহা. শহীদুল হক চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদির সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্ক বিরাজ করছে। তারই ফলস্বরূপ ২০১৫ সালের ওই দুর্ঘটনায় নিহত ও আহত বাংলাদেশিরা এই ক্ষতিপূরণ পাচ্ছেন। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর মক্কায় মসজিদুল হারামের নির্মাণকাজে ব্যবহৃত একটি ভ্রাম্যমাণ ক্রেন ভেঙে পড়ে। এতে ১১৮ জন মারা যান, আহত হন ৩৯৪ জন।

হতাহত ব্যক্তিদের বেশির ভাগই তখন হজ পালনের উদ্দেশ্যে মক্কা সফর করছিলেন। নিহত বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশের একজন ও আহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের তিনজন ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ