আওয়ার ইসলাম: সুলতানুল ওয়ায়েজীন পীরে কামেল মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী প্রতিষ্ঠিত ঢাকার সাভারের আলমনগরে মারকাজুত তারবিয়াহয় মাসিক ইসলাহী মাহফিলের তারিখ ঘোষণা করা হয়েযছে।
আগামী ২ নভেম্বর রোজ শনিবার সকাল ১০টা থেকে এ ইসলাহী মাহফিল শুরু হবে।
ইসলাহী মাহফিলে বরাবরের মতো এবারো দেওনা খলিফাগণ উপস্থিত থাকবেন।বরকতপূর্ণ এ মজলিসে ইসলামপ্রিয়দের দাওয়াত করেছেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী।
-এটি