আওয়ার ইসলাম: চিলিতে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ২০ জন নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার দেশটির আইন মন্ত্রণালয় সূত্রে এই খবর দিয়েছে আনাদলু।
মন্ত্রণালয় জানায়, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া এই বিক্ষোভে সহিংসতায় এখন পর্যন্ত ১২১৮ জন আহত হয়েছে, যার মধ্যে ৭৪৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।
লাতিন আমেরিকার সবচেয়ে স্থিতিশীল দেশ হিসেবে পরিচিত এই চিলি। কিন্তু জীবনযাত্রার মাত্রাতিরিক্ত ব্যয়কে কেন্দ্র করে বহুদিন ধরে সেখানে অসন্তোষ জমা হয়েছে। সেই অসন্তোষের আগুনে ঘি ঢেলে দেয় মেট্রোরেলের ভাড়া বৃদ্ধি।
এই বিক্ষোভ একপর্যায়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভকারীদের অধিকাংশই স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
গত শুক্রবার দশ লাখ মানুষের শান্তিপূর্ণ র্যালির পর চিলির মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। বিক্ষোভকারীদের দাবি মেনে নিয়ে অর্থনৈতিক এবং সামাজিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তবে এর আগে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়লে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে।
সহিংসতায় ৪৯টি ভূগর্ভস্থ রেলস্টেশন ধ্বংস হয়ে গিয়েছে। ২৬টি বাস আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি অভিযোগে ৯২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্ত্রণালয় জানায়।
-এটি