আওয়ার ইসলাম: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মুহা. ফজলে রাব্বী মিয়া বলেছেন, সব আইনে কর্তৃপক্ষ জনগণের ওপর ক্ষমতা প্রয়োগ করে; কিন্তু তথ্য অধিকার আইনে জনগণ কর্তৃপক্ষের ওপর ক্ষমতা আরোপ করে। বিশ্বব্যাপী তথ্য অধিকার সুশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ এগুলো সরকারের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। এর মাধ্যমে নাগরিকরা ক্ষমতায়িত হয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং দুর্নীতি কমে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর অগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত তথ্য অধিকার কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, আমি মনে করি দেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবাগ্রহণ ও সেবাপ্রাপ্তি বাড়াতে এ আইনের বিকল্প নেই। তাই সব পক্ষ থেকেই জোরালোভাবে এ আইন প্রয়োগের উদ্যোগ নিতে হবে। বিশেষ করে জনগণকে আরও অনেক সচেতন হতে হবে নিজেদের অধিকার আদায়ে। তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণে সরকারি প্রচেষ্টা বা উদ্যোগ প্রশংসনীয়।
তিনি বলেন, অবাধ তথ্য প্রবাহের জন্য প্রয়োজন ইন্টারনেটের ব্যাপক বিস্তৃতি ও সহজলভ্যতা। এ লক্ষ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নকল্পে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প সারা দেশে প্রায় ৪৫০০ প্লাস ইউনিয়নে ডিজিটাল সেন্টার গড়ে তুলেছে। জনগণ সচেতন হয়ে যখন তথ্য জানতে চাইবে তখন এ আইন আরও সফল হবে।
মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনম। বক্তব্য দেন ডিএফআইডি এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুডিথ হারবার্টসন, ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মারসি মিয়াং টেমবন, প্রধান তথ্য কমিশনার মর্তুজা আহমেদ প্রমুখ।
-এএ