সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
সিলেট-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু পবিত্র শবে বরাত কবে, জানালো চাঁদ দেখা কমিটি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯

কাশ্মীরে ৬ বাঙালি শ্রমিককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় কুলগাম জেলায় ছয় শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ছয় শ্রমিক পশ্চিমবঙ্গের বাসিন্দা।

কাশ্মীর পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এবং আনন্দবাজার জানায়, গত কয়েক মাসের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা। নিহতদের ছয়জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং নির্মাণ শ্রমিক। টুইটারে কাশ্মীর পুলিশ পাঁচ বেসামরিক নাগরিকের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। পরে স্থানীয় পুলিশ কর্মকর্তা আরও একজনের নিহতের কথা নিশ্চিত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহালনগর গ্রাম থেকে যাওয়া জনা পনেরো শ্রমিকের একটি দল কুলগামের কটরাসু গ্রামে একটি কাঠের বাড়িতে ভাড়া থাকতেন। আপেল বাগিচায় কাজ করতে প্রতি বছরই কাশ্মীরে যেতেন তারা। সন্ধ্যায় তাদের কয়েক জনকে ঘর থেকে বার করে এনে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। নিহত হন পাঁচ জন। তাদের মধ্যে রয়েছেন রফিক শেখ (২৮), কামরুদ্দিন শেখ (৩০), মুরসালিম শেখ (৩০), নইমুদ্দিন শেখ (২৮), রফিকুল শেখ (৩০)। আহত হয়ে অনন্তনাগের হাসপাতালে ভর্তি হন জ়হিরুদ্দিন।

মঙ্গলবারের হত্যাকাণ্ড এমন সময় ঘটলো যখন কাশ্মীরে ২৩ জন ইউরোপীয় এমপি সফরে রয়েছেন। এদিন বিভিন্ন স্থানে পাথর নিক্ষেপ করে বিক্ষোভ হয়। ইউরোপীয় এমপিদের সফর ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের দাবি, সরকার বিদেশি প্রতিনিধিদের দেখাতে চাইছে, সবকিছু স্বাভাবিক রয়েছে। যদিও এখনও বেশিরভাগ মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং নিরাপত্তাবাহিনীর উপস্থিতিতে দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ