সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
সিলেট-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু পবিত্র শবে বরাত কবে, জানালো চাঁদ দেখা কমিটি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯

ইমরান খানের সঙ্গে মুফতি রফি উসমানি ও তাকি উসমানির সাক্ষাৎ যে কারণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেশটির বিশিষ্ট মুসলিম স্কলার মুফতি রফি উসমানী ও মুফতি তাকি উসমানি সাক্ষাত করেছেন। খবর এআরওয়াই নিউজ-এর।

সিন্ধু গভর্নর ইমরান ইসমাইলের বরাতে এআরওয়াই নিউজ জানিয়েছে, বৈঠকে পারস্পরিক স্বার্থ, মুসলিম উম্মাহর একাধিক চ্যালেঞ্জ, শিক্ষা সংস্কার ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেছেন,  মুফতি তাকি উসমান আন্তর্জাতিক ফোরামে কাশ্মীরের মামলা জোরদারভাবে  তুলে ধরার জন্য ্ম্মাইমরান খানকে জানিয়েছেন।

তিনি আরও জানান, বৈঠকটি এক ঘণ্টারও বেশি সময় চলছিল।

এদিকে সাক্ষাতের এই বৈঠকের পর মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে পাকিস্তানের চলমান আজাদী মার্চে অংশগ্রহণ না করতে মাদরাসা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুফতি রফি উসমানি। এক বিবৃতিতে তিনি বলেন, মাদরাসা ছাত্রদের পড়ালেখা ক্ষতি হবে এমন কোন আন্দোলনে যেন তারা অংশ না নেয়।

প্রসঙ্গত, জমিয়াতুল উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী আজাদী মার্চ ইসলামাবাদের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ৩১ তারিখ তারা সেখানে পৌঁছাবে বলে জানানো হয়েছে।

দেশটির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের সরকারবিরোধী এই পদযাত্রায় পাকিস্তান পিপল’স পার্টি, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ, দ্য আওয়ামী ন্যাশনাল পার্টিসহ বিভিন্ন দলের প্রতিনিধিরাওসমর্থন দিয়ে অংশ নিয়েছেন।

এর আগে রোববার করাচির সোহরাব গোথ অঞ্চল থেকে ইসলামাবাদ অভিমুখে আজাদি পদযাত্রা শুরু হয়।

উল্লেখ্য, ২৪ শে অক্টোবর প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, মদীনা রাজ্যের আদলে পাকিস্তানের উন্নয়ন করা তার দীর্ঘ প্রতীক্ষিত মিশন ছিল।

ইসলামাবাদে শীর্ষস্থানীয় মুশাইখ (ধর্মীয় নেতাদের পণ্ডিতদের) একটি প্রতিনিধি দলের সাথে আলাপকালে প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, “মহানবী সা. - এর জীবন সমগ্র মানবজাতির জন্য পথনির্দেশক এবং আমরা যদি তাকে অনুসরণ করি সত্যিকারের মুসলমান হয়ে উঠতে পারব ।

তিনি বলেছেন, যুবসমাজ ও ছাত্র-ছাত্রীদের এ সম্পর্কে অব্যাহত রাখতে মহানবী সা. - এর জীবন ও ইসলাম সম্পর্কে বিস্তৃত গবেষণা পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলিতে 'সীরাত চেয়ারস'স প্রতিষ্ঠা করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ