শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল আলী আকবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার জেলা ও দায়রা জজ মুহা. আলী আকবরকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী কুমিল্লার জেলা ও দায়রা জজ মুহা. আলী আকবরকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে প্রেষণে নিয়োগের উদ্দেশ্যে তার চাকরি মাননীয় প্রধান বিচারপতির অধীন ন্যাস্ত করা হলো।

এর আগের রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেনকে গত ২০ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। ২১ অক্টোবর তার শপথ গ্রহণের পর থেকে রেজিস্ট্রার জেনারেলের পদটি শূন্য হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ