সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
সিলেট-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু পবিত্র শবে বরাত কবে, জানালো চাঁদ দেখা কমিটি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯

মাওলানা ফজলুর রহমানের যে হুমকিতে এ আজাদি মার্চ সফল হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে পাকিস্তানে জোরদার আন্দোলন শুরু হয়েছে। ‘স্বাধীনতা’র দাবিতে পাকিস্তানের রাজপথে নেমে পড়েছে মাওলানা ফজলুর রহমানের অনুসারী এবং জমিয়তে উলেমায়ে ইসলাম সংগঠনের লক্ষ লক্ষ নেতা-কর্মী-সমর্থক। পাকিস্তানের রাজপথ উত্তাল হওয়া এই বিশাল পদযাত্রার নাম দেওয়া হয়েছে ‘আজাদি মার্চ’।

গণমাধ্যমের বরাতে জানা যায়, (জেআইআই-এফ) নেতা একটি হুমকিতেই অনুমতি পেয়েছিলেন এ আন্দোলনের। তিনি হুমকি দিয়ে বলেছিলেন, পদযাত্রা বন্ধ করার চেষ্টা হলে, ‘পুরো পাকিস্তান অবরুদ্ধ করে দেওয়া হবে। তিনি আরও হুমকি দিয়ে বলেছেন, ‘ইমরান সরকারকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত আমার যুদ্ধ অব্যাহত থাকবে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে আন্দোলনকারীদের সমর্থন করেছে বিরোধীরাও। ৩১ অক্টোবর ইসলামাবাদে পাঁচ দিনের এই আজাদি পদযাত্রার মূল সমাবেশটি হবে। করাচিতে এই ঘোষণার পরে পাকিস্তানের বিভিন্ন শহর থেকে মানুষ ইসলামাবাদের দিকে এগিয়ে চলেছে। এই মার্চটি কোয়েটা, খাইবার পাখতুনখোয়া, রাওয়ালপিন্ডি ও পেশোয়ার হয়ে ইসলামাবাদের দিকে অগ্রসর হচ্ছে।

মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষার্থীরাও এই স্বাধীনতা যাত্রায় অংশগ্রহণ করেছে। এছাড়া পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) এবং অন্যান্য ছোট ছোট দলগুলোসহ রাজনৈতিক দলগুলোও ইমরানের বিরুদ্ধে বিপ্লব আন্দোলন শুরু করেছেন। রবিবারও এই দলগুলো করাচিতে একটি বিশাল মিছিল করেছে। সেই মিছিল থেকে ইমরানকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে গর্জে উঠেছিলেন আন্দোলনকারীরা।

ঘরে-বাইরে চরম বিপদের মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশের মধ্যেই তার বিরুদ্ধে বিদ্রোহের মুখে পড়েছেন এই প্রাক্তন ফাস্ট বোলার। প্রধানমন্ত্রী পদ থেকে ইমরানকে সরিয়ে দেওয়ার ডাক দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম (জেআইআই-এফ)। সংগঠনের নেতা মাওলানা ফজলুর রহমান ইসলামবাদে ‘আজাদি মার্চ’ পদযাত্রার ডাক দিয়েছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ