শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


৪৪ হাজার ৪৬০ নারী ৮৯ হাজার সড়ক রক্ষণাবেক্ষণ করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের গ্রামের ৮৮ হাজার ৯২০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণের মাধ্যমে চলাচলের উপযোগী করা হচ্ছে। সড়কগুলো রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগ দেওয়া হবে ৪৪ হাজার ৪৬০ নারীকে। এর মাধ্যমে কর্মসংস্থান তৈরি করে তাদের হতদরিদ্র অবস্থা থেকে বের করে আনা সম্ভব হবে।

আগামী কাল মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্প-৩ (আরইআরএমপি-৩) উপস্থাপন করা হবে।

অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২৩ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। প্রকল্পটি বাস্তবায়নে খরচ ধরা হয়েছে ১ হাজার ৭২৩ কোটি ১৫ লাখ টাকা।

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, ১৯৭৪ সালে বন্যা ও দুর্ভিক্ষ মোকাবিলার জন্য কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির সূচনা হয়েছিল। সে সময় লক্ষ্য ছিল খাদ্য সহায়তার মাধ্যমে স্বল্প মেয়াদে কর্মসংস্থানে ভূমিকা রাখা।

কিন্তু গ্রামীণ দুঃস্থ নারীদের দারিদ্র্য কমাতে সারা বছরব্যাপী কাজের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এ প্রেক্ষাপটে ১৯৮৩ সালে কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সীর (সিডা) খাদ্য সহায়তায় বিক্রয় করা অর্থে কেয়ার বাংলাদেশ এর মাধ্যমে ৭টি ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে পল্লী রক্ষণাবেক্ষণ কর্মসূচি শুরু হয়।

১৯৮৪ সালে এই কর্মসূচি ১ হাজার ৮০০টি ইউনিয়নে বিস্তৃত হয়। পরবর্তীতে যেটি হাওর ও পার্বত্য অঞ্চল ছাড়া দেশের ৪ হাজার ৬টি ইউনিয়নে বিস্তৃত করা হয়। সে সময় সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কর্মসূচিটি বাস্তবায়ন করতো ‘কেয়ার’।

এ বিষয়ে প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য পরিকল্পনা কমিশনের মতামত দিতে গিয়ে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নিয়মিত রক্ষণাবেক্ষেণের মাধ্যমে পল্লী সড়কগুলো সারা বছর চলাচল উপযোগী থাকবে এবং ৪৪ হাজার ৪৬০ জন নারীর কর্মসংস্থান সৃষ্টি হবে।

প্রস্তাবিত প্রকল্পটি প্রকল্প এলাকার সহজ এবং নিরবচ্ছিন্ন যোগাযোগ প্রতিষ্ঠা, কৃষিজাত পণ্যের বাজারজাতকরণে সুবিধা এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, যা দারিদ্র বিমোচনে সহায়ক হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ