শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

হাইআতুল উলয়ার মেধা পুরষ্কার প্রদান শুরু; আবেদন করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলয়ার অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীসের বিগত তিন কেন্দ্রীয় পরীক্ষায় (১৪৩৮, ১৪৩৯ ও ১৪৪০ হিজরী) মেধা-তালিকায় স্থানপ্রাপ্তদের মেধা পুরষ্কার প্রদান করা হচ্ছে।

হাইয়াতুল উলইয়া সূত্রে জানা যায়, ১ম স্থান অধিকারকারীকে ২০ হাজার টাকার বৃত্তি, ২য় স্থান অধিকারকারীকে ১৫ হাজার টাকার বৃত্তি, ৩য় স্থান অধিকারকারীকে ১১ হাজার টাকার বৃত্তি দেওয়া হচ্ছে। এছাড়া মেধা-তালিকায় স্থানপ্রাপ্ত অন্যদের দেওয়া হচ্ছে ৫ হাজার টাকার বৃত্তি।

সূত্র মতে, গত ২৬ সেপ্টেম্বর থেকে বৃত্তি প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সপ্তাহের প্রতি রবিবার থেকে বুধবার পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

আবেদন করবেন যেভাবে

১. আল-হাইআতুল উলয়ার ওয়েবসাইট বা ফেসবুক পেজে দেয়া `মেধা পুরস্কার উত্তোলনের আবেদনপত্র’ ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে অথবা আল হাইআতুল উলয়ার অফিসে এসে ফরম নিয়ে যেতে হবে।

২. আবেদন ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। মাদরাসা থেকে আবেদনকারী দাওরায়ে হাদীস পরীক্ষায় অংশগ্রহণ করেছে উক্ত মাদরাসার মুহতামিমের সত্যায়িত স্বাক্ষর ও সিল অবশ্যই আবেদন ফরমের নির্ধারিত স্থানে থাকতে হবে।

৩. আবেদন ফরমের সাথে প্রবেশপত্রের কপি ও জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পেতে ক্লিক করুন

প্রয়োজনে যোগাযোগ করুন- ০১৭০০-৭৬৩১৭৮,০১৯৭০-৭৬৩১৭৮

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ