শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


জি কে শামীম ও ৭ দেহরক্ষীর বিরুদ্ধে র‌্যাবের চার্জশিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জি কে শামীম ও তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় দায়ে অস্ত্র মামলায় আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট জিআর শাখায় এ চার্জশিট দেন র‌্যাব ১-এর উপপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক।

এদিকে জি কে বিল্ডার্সের স্বত্বাধিকারী কথিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওর‌ফে জি‌কে শামীম এবং যুবলীগ ঢাকা মহানগর দ‌ক্ষি‌ণের বহিষ্কৃত সাংগঠ‌নিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে সাত দি‌নের রিমা‌ন্ডে পা‌ঠি‌য়ে‌ছেন আদালত। জ্ঞাত আয়ব‌হির্ভূত সম্পদ অর্জ‌নের অভিযোগে এ রিমান্ড আদেশ দেন আদালত।

রোববার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহা. আল মামুন এ আদেশ দেন। এর আগে একই আদালত তা‌দের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন।

গত ২২ অক্টোবর শামীমকে গ্রেফতার দেখানোর আবেদন করেন দুদকের উপপরিচালক মুহা. সালাউদ্দিন শামীম। আর খালেদকে গ্রেফতার দেখানোর আবেদন করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।

শুনানিতে আসামি খালেদের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ শাহ আলম এবং জি কে শামীমের পক্ষে অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করে শুনানি করেন। অন্য দিকে দুদকের পক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল রিমান্ডের পক্ষে এবং জামিনের বিরোধিতা করে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক প্রত্যেক আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২১ অক্টোবর এস এম গোলাম কিবরিয়া শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক মুহা. সালাহউদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।

অন্য দিকে খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে পাঁচ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ মামলা করেন।

উল্লেখ্য, খালেদ গত ১৮ সেপ্টেম্বর ও গত ২০ সেপ্টেম্বর জি কে শামীম ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেফতার হয়। গ্রেফতারের পর উভয় আসামিকে অস্ত্র, মানি লন্ডারিং ও মাদক মামলায় বিভিন্ন দফায় রিমান্ড শেষে গত ১৩ অক্টোবর কারাগারে পাঠানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ