শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ সোমবার সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ৭ম কর্নেল কমান্ডেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ৭ম কর্নেল কমান্ডেন্ট অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিক আহমেদ

সেনা প্রধান বলেন, ‘স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের উন্নয়নে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।’

এর আগে, সেনা প্রধান কাদিরাবাদ সেনা নিবাসের প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাকে ৭ম কর্নেল কমান্ডেট হিসেবে ব্যাজ পরিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে বগুড়া এরিয়া কামান্ডার মেজর জেনারেল সাইফুল আলম, কাদিরাবাদ সেনানিবাসের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলামসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ