আওয়ার ইসলাম: সিরিয়ায় কুর্দিদের হামলায় তুর্কি সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মির (এসএনএ) অন্তত ১১৮ জন সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৪১৭ জন।
সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটেছে।
তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে জানায়, সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে কুর্দিদের হাতে এ পর্যন্ত ১১৮ জন এসএনএ সদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত ৪১৭ সেনা।
তুর্কি অভিযান স্থগিত হওয়ার পর থেকে সিরিয়ার তেল আবিয়াদ এবং রাস-আল আইন শহরের নিয়ন্ত্রণ ধরে রাখতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে সিরিয়ান ন্যাশনাল আর্মির সদস্যরা। এ সময় প্রায়ই কুর্দিদের হামলার শিকার হচ্ছে তারা। এ কারণেই হতাহতের সংখ্যা বাড়ছে।
উল্লেখ্য, সিরিয়ার উত্তরাঞ্চল সন্ত্রাসমুক্ত করতে ৯ অক্টোবর (বুধবার) অপারেশন ‘পিস স্প্রিং’ শুরু করে তুরস্ক। ইতোমধ্যে সেখানকার রাস-আল আইন এবং তেল আবিয়াদ শহর দুটির নিয়ন্ত্রণ নিয়েছে তুর্কি সমর্থিত সেনারা।
অভিযানের এক পর্যায়ে গত ১৭ অক্টোবর মার্কিন উদ্যোগে সিরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নেয় তুরস্ক। এর মাধ্যমে ওই এলাকার ‘সন্ত্রাসীদের’ সেখান থেকে সরে যাওয়ার সুযোগ দেওয়া হয়।
-এটি