আওয়ার ইসলাম: পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম (ফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমান সুক্কুর থেকে পরবর্তী গন্তব্যে যাত্রা করার আগে ঘোষণা করেন, তিনি আজাদি আন্দোলনে পিছু হটবেন না। তিনি বলেন, আমরা গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে চাই। এ আন্দোলন গণতন্ত্রকে শক্তিশালী করবে।
পাকিস্তানের সুক্কুর এলাকায় আজাদি মার্চে অংশগ্রহণকারীদের উদ্দেশে মাওলানা ফজলুর রহমান বলেছেন, আমরা আন্দোলন চালিয়ে যাবো, আমরা পিছপা হবো না। আমরা রাজনৈতিক আন্দোলন করেছি। আমাদের অধিকার আদায়ের আন্দোলন করছি।
সরকার যদি আমাদের দাবি মেনে না নেয় আমরা আন্দোলন চালিয়ে যাবো। মাওলানা ফজলুর রহমান আরো বলেন, দেশের অস্তিত্ব ও সংবিধান বিপদে রয়েছে।আমরা দেশে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে চাই। আমরা ইসলামিক আইনকে আরো মজবুত দেখতে চাই এ দেশে।
ডেইলি জং জানায়, মাওলানা ফজলুর রহমান লারকানা থেকে ফিরে সুক্কর থেকে দ্বিতীয় দিনের মার্চ শুরু করেছিলেন, করাচি থেকে মার্চের নেতৃত্ব দেওয়ার জন্য গতরাতে সুক্করে পৌঁছেছিলেন তিনি।
উল্লেখ্য, গতকাল রোববার করাচির টোল প্লাজা থেকে সরকারবিরোধী এ গণবিক্ষোভ শুরু হয়। যেখানে কয়েক লাখ মানুষ উপস্থিত ছিলেন। জমিয়তের পাশাপাশি বিরোধী দলগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মীকে এতে দেখা গেছে।
ডেইলি পাকিস্তান অবলম্বনে আবদুল্লাহ তামিম
-এটি