আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর থেকে যে শুদ্ধি অভিযান শুরু করেছেন তা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি আরো বলেন, দুর্নীতিসহ যেকোনো অপরাধ দমন করে তিনি সৎ সাহসের প্রমাণ দিয়েছেন। যারা অন্যায় করেন তাদের বিরুদ্ধে শেখ হাসিনা কত কঠোর তা তিনি এরইমধ্যে বুঝিয়ে দিয়েছেন।
আজ শনিবার বিকেলে ফেনী সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, টেন্ডারবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী- আওয়ামী লীগ কাউকে ক্ষমা করবে না। দুর্নীতিমুক্ত হলেই বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে, শেখ হাসিনাকে বাঁচাতে হবে। আগামী বার আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ফেনীর গুদাম কোয়ার্টার এলাকায় রেলওয়ে ওভারপাস, বিলোনিয়া সড়ক প্রশস্তকরণ, লালপুল এলাকায় ফ্লাইওভার অথবা আন্ডারপাস, মুহুরী সেতু ও ফাজিলের ঘাট নির্মাণ করা হবে।
ফেনীবাসীর প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনারা প্রধানমন্ত্রীর পাশে থাকুন। শুদ্ধি অভিযানে সহযোগিতা করুন। শেখ হাসিনাকে সহযোগিতা করা কর্তব্য।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে দলের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতা চিরদিন স্থায়ী হয় না। খারাপ লোকদের দলে ভেড়ানোর দরকার নেই। তারা দলের জন্য ক্ষতিকর।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম উদ্দিন চেীধুরী।
ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান।
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান। দলের বিপুল সংখ্যক নেতাকর্মী বৃষ্টি উপেক্ষা করে সম্মেলনে অংশ নেন।
-এটি