সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা কোকোকে নিয়ে কটূক্তি, আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ : সেনাপ্রধান নারীদের শিক্ষায় অগ্রগতি ও দাওয়াতে শূন্যতা

পাকিস্তানে বিরোধীদের ৪ দাবির মধ্যে ২টি দাবি প্রত্যাখ্যান করেছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী দলীয় নেতাদের ৪ দাবির মধ্যে ২টি দাবি প্রত্যাখ্যান করেছেন।

ডেইলি পাকিস্তানের বরাতে জানা যায়, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাটটাকের নেতৃত্বে সরকারের পক্ষ থেকে  আলোচনা কমিটির কাছে প্রধানমন্ত্রী ইমরান খান বরাবর বিরোধী দলের জমা দেওয়া চারটি দাবি পেশ করা হয়েছিলো।

ইমরান খানের কাছে বিরোধীরা চারটি দাবি করেছিলেন,  ১। প্রধানমন্ত্রীর পদত্যাগ ২। নতুন নির্বাচন ৩। সংবিধানে ইসলামী বিধান সংরক্ষণ ৪। বেসামরিক প্রতিষ্ঠানের ভূমিকা সরকারীভাবে পরিচালনা।

ইমরান খান প্রধানমন্ত্রী পদত্যাগ ও নতুন নির্বাচন এ দুটি দাবি প্রত্যাখ্যান করেছেন। ইসলামাবাদে, সরকারের আলোচনার কমিটি এবং বিরোধী নেতার কমিটির মধ্যে এক দফা বৈঠক শেষে এ বিষয়গুলো জানানো হয়।

সরকার কমিটির মধ্যে পারভেজ খট্টক, সাদিক সানজরানী, আসাদ কায়সার, আসাদ ওমর, শফকত মাহমুদ, নূরুল হক কাদরী এবং পারভেজ এলাহী ছিলেন। বিরোধীদলীয় নেতাদের মধ্যে আলোচনায় আহ্বায়ক আকরাম খান।

উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর গোটা দেশ থেকে আজাদি মার্চ শুরু হয়ে তা রাজধানী ইসলামাবাদে যাবে ৩১ অক্টোবরে। দীর্ঘমেয়াদি আন্দোলনের জন্য তৈরি থাকতে যারা আজাদি পদযাত্রায় অংশ নিতে চায় তাদের খাবার-দাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিতে আহ্বান জানিয়েছে জমিয়ত। যাতে তারা অন্তত পাঁচ দিন চলতে পারেন। দলটি তাদের নেতাকর্মীদের ৩২ দফার নির্দেশনা দিয়েছে।

জেইউআই-এফের সিন্ধুপ্রদেশের প্রাদেশিক আমির মাওলানা রশিদ সুমরো এই নির্দেশনা জারি করেন। গাড়ি ভাড়া করে লোকজনকে একমুখী পথ দিয়ে ইসলামাবাদে নিয়ে আসতে নির্দেশনা দেয়া হয়েছে জমিয়তের স্থানীয় স্তরের সংগঠনগুলিকে। ইসলামাবাদে অন্তত সপ্তাহব্যাপী অবস্থানের প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে জমিয়তের নেতাকর্মীদের।

শান্তিপূর্ণ পদযাত্রায় অস্ত্রের উপর নিষেধাজ্ঞা কোনও লাইসেন্সধারী কিংবা অবৈধ অস্ত্র, ছোরা, লাঠি ও রড বহন করতে মানা করা হয়েছে। সবাইকে শান্তিপূর্ণভাবে পদযাত্রার বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। বিক্ষোভের সময় যাতে সরকারি-বেসরকারি কোনও সম্পত্তি ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে কর্মীদের।

ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ