শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


স্বেচ্ছাসেবক লীগে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে জামিন দেয়ার এখতিয়ার সরকার বা আওয়ামী লীগের নয়, এটি সম্পূর্ণভাবে আদালতের ব্যাপার বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

এসময় স্বেচ্ছাসেবক লীগের আসন্ন সম্মেলনে বিতর্কিত ও দলীয় শৃঙ্খলা বিরোধীদের বাদ দিয়ে নতুন ও ত্যাগী নেতা কর্মীদের নেতৃত্বে নিয়ে আনার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, খালেদা জিয়ার জামিন আওয়ামী লীগের হাতে নেই, সরকারের হাতেও নেই, শেখ হাসিনার হাতেও নেই। জামিন দিতে পারে আদালত। আদালত জামির দিলে তার ব্যাপারে আমাদের কিছু বলার নেই। সরকার বিচার বিভাগের কর্মকাণ্ডে কখনো হস্তক্ষেপ করেনা করবেও না।

তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক লীগের বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে। যারা বিতর্কিত যাদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ আছে তাদের বাদ দিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ