শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


কেরানীগঞ্জে মেরামতের সময় লঞ্চে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেরানীগঞ্জে ডকইয়ার্ডে মেরামত করার সময় সুরভী-৭ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ ডকইয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পোস্তগোলা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মহসিন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে, এখন ডাম্পিংয়ের কাজ চলছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইয়াকুব আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে লঞ্চটি মেরামতের জন্য হাসনাবাদ ডকইয়ার্ডে রাখা ছিল। এখানে মেরামতের কাজ চলছিল। হয়তো কাজ করতে গিয়ে অসাবধানতাবশত আগুন লেগেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ