সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা কোকোকে নিয়ে কটূক্তি, আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ : সেনাপ্রধান নারীদের শিক্ষায় অগ্রগতি ও দাওয়াতে শূন্যতা

আযাদি আন্দোলনে পদত্যাগ করবো না: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে সরকার বিরোধী আযাদি আন্দোলনে মাথা নত করে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ বৃহস্পতিবার পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের ডাকা আন্দোলনের জবাবে ঘোষণা দিয়েছেন ইমরান খান।
ইমরান খান বৃহস্পতিবার ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউিন’কে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, আমার পদত্যাগের প্রশ্নই আসে না।

আমি পদত্যাগ করছিও না। দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ চালিয়ে যাওয়া ইমরান এই আন্দোলনকে এজেন্ডা নির্ভর ও বিদেশি চক্রান্ত বলে উল্লেখ করেছেন।

মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও পররাষ্ট্রনীতি বিষয়ে পাক প্রধানমন্ত্রীর সমালোচনা করে উলেমা-ই-ইসলামের আমির ফজল-উর-রেহমান সরকার বিরোধী আন্দোলনের ডাক দিয়েছেন। এ আন্দোলনে সমর্থন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন বিরোধী দলগুলো।

গত বছর কারচুপির নির্বাচন করে সেনাবাহিনী ইমরানকে ক্ষমতায় বসিয়েছে বলে দাবি করে রেহমান রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ইসলামাবাদে পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছি। তাদের শাসনের অধিকার নেই, অবিলম্বে তাদের পদত্যাগ দাবিই আমাদের আন্দোলনের মুখ্য উদ্দেশ্য।’

প্রবীণ রাজনীতিবিদ রেহমান জাতীয় সংসদ ও প্রাদেশিক পরিষদের বেশ কয়েকটি আসনে জোটের নেতৃত্ব দিয়েছেন। তবে দেশ জুড়ে অসংখ্য মাদ্রাসায় সমর্থন আদায়ের দক্ষতা তার প্রভাব বিস্তারের প্রধান উৎস।

এদিকে আন্দোলনের অংশ হিসেবে জমিয়াত উলেমা-ই-ইসলামকে মিছিলের অনুমতি দেওয়া হবে বলে বুধবার জানিয়েছে পাক প্রধানমন্ত্রীর দপ্তর। তবে কোন ধরণের আইনের লঙ্ঘন সহ্য করা হবে না বলেও হুশিঁয়ারী দিয়েছে সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ