আওয়ার ইসলাম: রাশেদ খান মেনন বলেছেন, সন্ত্রাস, মাদক, দুর্নীতি, বৈষম্য, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ রুখতে ১৪ দলীয় জোট গঠন হয়েছিল। যার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
বুধবার ঢাকার দোহার উপজেলার করম আলীর মোড়ে ঢাকা জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে তিনি এ কথা বলেন।
মেনন বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, নারীর ক্ষমতায়ন, শিক্ষায় দেশ এগিয়ে চলেছে। তাই দেশের সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো কিছুর বিনিময়ে ১৪ দলের ঐক্য অবশ্যই অটুট রাখতে হবে। তবেই আমরা মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে পারব।
এ সময় মেনন আগের দেয়া বক্তেব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। যদিও এর আগে দলীয় এক বিবৃতিতে মেনন বলেছিলেন, তিনি বরিশালে দলীয় সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন তার সেই বক্তব্য অংশবিশেষ পরিবেশন করায় ভুল বার্তা গেছে।
প্রসঙ্গত, গত শনিবার বরিশাল নগরীর টাউন হলে দলীয় সম্মেলনে মেনন বলেন, আমি ও প্রধানমন্ত্রীসহ যারা নির্বাচিত হয়েছি- আমাদের দেশের কোনো জনগণ ভোট দেয়নি। কারণ ভোটাররা কেউ ভোটকেন্দ্রে আসতে পারেনি। গত জাতীয় সংসদ নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। তার পরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীকালে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।
মেননের দেয়া এ বক্তব্যের পরই তুমূল বিতর্কের সৃষ্টি হয়। তবে বিএনপি মেননের ওই বক্তব্যকে সাধুবাদ জানিয়ে বলেছে, দেরিতে হলেও মেনন সত্যি কথা বলেছেন। আবার আওয়ামী লীগ প্রশ্ন রেখেছে, মেনন যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কীভাবে হয়েছেন?
-এএ