শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭

শিরোনাম :

দুর্ঘটনা রোধে পথচারীদেরও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্ঘটনা ঘটানোর জন্য পথচারীরাও অনেকটা দায়ী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকে ফুট ওভার ব্রিজ দিয়ে পার না হয়ে রাস্তার মাঝ খান দিয়ে হাত দেখিয়ে পারাপার হচ্ছে। সেক্ষেত্রে কোনও দুর্ঘটনা ঘটলে আমি চালককে কীভাবে দোষী করবো? তাই চালকদের পাশাপাশি পথচারীদেরও সচেতন হতে হবে বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমাদের দেশে একটা প্রবণতা আছে যে একটা দুর্ঘটনা ঘটলেই চালককে গালি দেওয়া হয়।

হ্যাঁ আমাদের চালকদেরও দোষ আছে। সবচেয়ে বড় কথা তারা যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত না সেটা একটা বড় ব্যাপার। কিন্তু এর পাশাপাশি আমি শুধু চালকদেরকেই দোষারোপ করবো না। দুর্ঘটনা ঘটানোর জন্য পথচারীরাও অনেকটা দায়ী।

তিনি আরও বলেন, হাইওয়েগুলোতে বিশ্রামাগার করতে নির্দেশ দিয়েছি। ইতিমধ্যে চারটি জায়গায় করা হচ্ছে। কিছু দূর যাওয়ার পর অর্থাৎ ২/৩ ঘণ্টা গাড়ি চালানোর পর চালক এবং যাত্রীরা সেখানে বিশ্রাম নিতে পারবে। সেখানে অনেক ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

তিনি বলেন, যারা দীর্ঘদিন গাড়ি চালিয়ে অভ্যস্ত তাদের ক্ষেত্রেও বলবো, মাঝে মাঝে সব চালকদেরকেই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর নতুন যারা আসবে ইতিমধ্যে আমরা চালকদের প্রশিক্ষণটা উপজেলা পর্যায় পর্যন্ত নিয়ে গেছি।

তিনি বলেন, সাধারণ মানুষ যারা অশিক্ষিত বা যারা জানেনা তাদের কথা বাদ দিলাম কিন্তু যারা শিক্ষিত তারা কেন ট্রাফিক আইন মানবে না? এই প্রশ্নটাই আমি রেখে যাচ্ছি। তাদেরকে ট্রাফিক আইন মানতে হবে। এটা হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২৬ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে। ২৬ বছর আগে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে বান্দরবানে স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জাহানারা কাঞ্চন নিহত হন।

রেখে যান অবুঝ দুটি শিশু সন্তান জয় ও ইমাকে। ইলিয়াস কাঞ্চন সে সময় সিনেমার শুটিংয়ে বান্দরবান অবস্থান করছিলেন। স্ত্রীর অকাল মৃত্যুতে দু’টি অবুঝ সন্তানকে বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে ইলিয়াস কাঞ্চন নেমে আসেন পথে।

পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়- এই স্লোগান নিয়ে গড়ে তোলেন একটি সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’।

২০১৭ সালের ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী সভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন করা হয়। একই বছরের ২২ অক্টোবর বাংলাদেশে প্রথম জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ