শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


লেবাননে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবানন এখন সরকারবিরোধী মানুষের বিক্ষোভে উত্তাল। ইতোমধ্যে রাজপথে নেমে এসেছে হাজার হাজার আন্দোলনকারী। এমন পরিস্থিতিতে সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে লেবানন প্রবাসী বাংলাদেশিদের।

শনিবার বাংলাদেশের রাষ্ট্রদূতের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে লেবানন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সতর্কভাবে চলাফেরা করার কথা বলা হয়েছে।

বিবিসি জানিয়েছে, জরুরি অর্থনৈতিক অবস্থা ঘোষণা, মার্কিন ডলারের সংকট, বাজেট অধিবেশনকে সামনে রেখে দ্রব্যপণ্যের ওপর মূল্য সংযোজন কর বৃদ্ধি, হোয়াটসঅ্যাপের কল রেট বাড়ানো ও বর্তমান সরকারের দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় হাজার হাজার মানুষ লেবাননের রাজধানী বৈরুতের রাস্তায় নেমে আসে। আর এখনো রাজপথেই অবস্থান করছেন তারা।

ইতোমধ্যে লেবাননের রাজধানী বৈরুতের রিয়াদ আল-সোলহ চত্বরে সরকারি সদরের বাইরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকটি বড় রাস্তায় টায়ারে আগুন লাগিয়ে ব্যারিকেড দেয় বিক্ষোভকারীরা।

এ বিষয়ে লেবাননের অভ্যন্তরীণ সুরক্ষাবাহিনীর (আইএসএফ) এক টুইট বার্তায় জানিয়েছে, বিক্ষোভে তাদের চল্লিশ সদস্য আহত হয়েছে।

এছাড়া প্রতিবাদকারীদের ‘বিশৃঙ্খলা ও সহিংসতা’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আইএসএফ।

এ দিকে এমন উত্তাল পরিস্থিতিতে লেবানন প্রবাসী বাংলাদেশি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম খান বলেছেন, কোনো দেশের আভ্যন্তরীণ সমস্যা নিয়ে মন্তব্য করা বা মতামত দেওয়া বা সম্পৃক্ত হওয়ার অধিকার বিদেশি হিসেবে আমাদের অর্থাৎ প্রবাসী বাংলাদেশিদের নেই। তবে এই পরিস্থিতি নিয়ে আমরা শঙ্কিত।

এছাড়া প্রবাসী বাংলাদেশিদের ব্যাপারে সবসময় খোঁজখবর রাখছেন রাষ্ট্রদূতসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। সবাইকে সতর্কভাবে চলাফেরার পরামর্শও দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ