শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সুশাসন প্রতিষ্ঠার জন্য সংসদে যেতে চাই: মাওলানা আব্দুল মালিক জনগণকে বোকা বানাবেন না, জামায়াতকে বললেন ফখরুল সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: ইসি আনোরুল জুলাই সনদের দরকার নেই, গণতন্ত্র বাস্তবায়নে একটি সংসদ প্রয়োজন: মেজর (অব.) হাফিজ জামায়াতে যোগ দিয়ে আ.লীগ নেতা বললেন- ‘এখন থেকে আল্লাহর রাস্তায় চলতে চাই’ মাওলানা জালাল উদ্দিন রুমির ২টি বই প্রি-অর্ডার করলে বিশেষ ছাড়!  ‘আমি সব ধর্মের উপদেষ্টা, মন্দির-প্যাগোডায় যাওয়া আমার দায়িত্বের অংশ’ ‘হুজুররা শুধু ওয়াজ করে, এমন ধারণার পরিবর্তন আনতে হবে’ জঙ্গি সন্দেহে ভারতে গ্রেপ্তার ১ বাংলাদেশি যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের গণহত্যা শুরুর অজুহাত খুঁজছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক হেফজ সম্মেলনে অংশ নিতে সৌদি গেলেন হাফেজ আবু জাফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাবেতায়ে আলমে ইসলামীর উদ্যোগে ১৪ অক্টোবর (সোমবার) সৌদি আরবের পবিত্র মক্কায় আন্তর্জাতিক হেফজ সম্মেলন অনুষ্ঠিত যাচ্ছে। এতে অংশগ্রহণের জন্য বাংলাদেশের পক্ষে একমাত্র প্রতিনিধি হিসেবে  মনোনীত হাফেজ আবু জাফর হয়েছেন।

আবু জাফর গত ১২ অক্টোবর শনিবার রাত ৮ টা ১৫ মিনিটে বাংলাদেশ এয়ার লাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে।

রোববার আন্তর্জাতিক হেফজ সম্মেলনে অংশ নেয়ার সুযোগ পাওয়ায় মাদরাসার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাফেজ আবু জাফর মুয়াজ বিন জাবাল রা. কুরআনিক ইনস্টিটিউট-এর ছাত্র।তিনি তানযানিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ও গতবছর মনোনীত হয়।

এর আগে, হাফেজ আবু জাফর আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধি হিসেবে মনোনীত হওয়ায় গত ১১ অক্টোবর মাদরাসার পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মুয়াজ বিন জাবাল রা. কুরআনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনের সভাপতিত্বে ও হোস্টেল সুপার মাওলানা আলমগীর এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৌদি দূতাবাসের দায়ী, প্রখ্যাত হাদীস বিশারদ মাওলানা ইসহাক আল মাদানী।

অন্যান্যদের মধ্যে আলোচনা  করেন হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মাশুক আহমদ, প্রভাষক মাহবুবুর রহমান, হাফিজ মাশুকুল ইসলাম, হাফিজ আসাদুল্লাহ, হাফিজ হাফিজুর রহমান, হাফিজ আমজদ আলী প্রমুখ।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ