শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সুশাসন প্রতিষ্ঠার জন্য সংসদে যেতে চাই: মাওলানা আব্দুল মালিক জনগণকে বোকা বানাবেন না, জামায়াতকে বললেন ফখরুল সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: ইসি আনোরুল জুলাই সনদের দরকার নেই, গণতন্ত্র বাস্তবায়নে একটি সংসদ প্রয়োজন: মেজর (অব.) হাফিজ জামায়াতে যোগ দিয়ে আ.লীগ নেতা বললেন- ‘এখন থেকে আল্লাহর রাস্তায় চলতে চাই’ মাওলানা জালাল উদ্দিন রুমির ২টি বই প্রি-অর্ডার করলে বিশেষ ছাড়!  ‘আমি সব ধর্মের উপদেষ্টা, মন্দির-প্যাগোডায় যাওয়া আমার দায়িত্বের অংশ’ ‘হুজুররা শুধু ওয়াজ করে, এমন ধারণার পরিবর্তন আনতে হবে’ জঙ্গি সন্দেহে ভারতে গ্রেপ্তার ১ বাংলাদেশি যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের গণহত্যা শুরুর অজুহাত খুঁজছেন নেতানিয়াহু

এবার বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের কক্ষ সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুয়েটে সিট দখলদারিত্ব উচ্ছেদ ও ছাত্র সংগঠনগুলোর অফিস সিলগালা করার নির্দেশ জারির পর এবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষসহ তিনটি কক্ষ সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমানের তত্ত্বাবধানে দু’টি আবাসিক হলের তিনটি কক্ষ সিলগালা করে দেয়া হয়।

বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার জামিউস সানি জানান, ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ার পরও অবৈধভাবে তিনি আহসান উল্লাহ হলের ৩২১ নম্বর কক্ষে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল শেরে বাংলা হলের ৩০১২ নম্বর কক্ষে থাকতেন। এ কারণে তাদের দুজনের কক্ষ সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এছাড়াও, ছাত্রলীগের অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হয়ে আসায় আহসান উল্লাহ হলের ১২১ নম্বর কক্ষটিকেও সিলগালা করে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে বুয়েটের হলগুলো থেকে সিট দখলকারীদের উচ্ছেদ ও ছাত্রসংগঠনগুলোর অফিস সিলগালা করার নির্দেশনা জারি করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মুহা. সাইদুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র‌্যাগিং বা ছাত্র নির্যাতনের অভিযোগ আসলে তা ডিসিপ্লিনারী কমিটির মাধ্যমে দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ