শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


আবরার হত্যাকাণ্ড: ছাত্রলীগ নেতা ইফতির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ইফতি মোশাররফ সকাল।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরী তার জবানবন্দি রেকর্ড করেন। ইফতি বাংলাদেশ ছাত্রলীগ বুয়েট শাখার উপ সমাজসেবা সম্পাদক ছিলেন।

আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

এর আগে রিমান্ডে থাকা ইফতি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর মো. ওয়াহিদুজ্জামান।

মঙ্গলবার ছাত্রলীগের ৯ নেতা-কর্মীর সাথে সকালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

সোমবার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ পর্যালোচনা করে তাদের গ্রেফতার করে পুলিশ।

বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) রবিবার দিবাগত মধ্য রাতে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে ব্যাপক মারধর করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার ভোরে হলের সিঁড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ