শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


বকেয়া বেতনের দাবিতে রামপুরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার রামপুরায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইয়ার ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা। এতে রামপুরা-চৌধুরীপাড়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেন শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ইয়ার ফ্যাশন গার্মেন্টসে তাদের তিন মাসের বেতন জমা পড়েছে। বেতন দেয়া হবে বলে নানা টালবাহানা করছে মালিকপক্ষ।

এদিকে সড়ক অবরোধের কারণে রামপুরা-চৌধুরীপাড়া রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। অনেকে পায়ে হেঁটে পথ চলছেন বাস থেকে নেমে। বেলা ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ এখনো চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ