শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে পাক-আফগান এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

বুয়েটে নিষিদ্ধ হচ্ছে ছাত্র রাজনীতি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবরার ফাহাদ হত্যার প্রায় দুদিন পর, শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। বলেছেন, এই ঘটনায় বিব্রত বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে সঙ্গে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের চিন্তা করা হচ্ছে বলেও জানায় বুয়েট প্রশাসন।

রবিবার মধ্য রাতে কক্ষে ডেকে নিয়ে আবরার ফাহাদ কে হত্যা করা হয়। সোম ও মঙ্গলবার দিনভর উত্তাল ছিল ক্যাম্পাস। বিভিন্ন দাবির পাশাপাশি উপাচার্যের শিক্ষার্থীদের সামনে আসার দাবিও ছিল।

প্রায় দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে গিয়ে প্রভোস্টদের সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য। খবর পেয়ে বৈঠকস্থল ঘেরাও করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেয়ার পাশাপাশি তার ব্যর্থতার কথা তুলে ধরেন। শুরু হয় হই হট্টগোল। উপাচার্য কথা বলতে চাইলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। এক পর্যায়ে আশ্বাস দেন সব দাবি মেনে নেয়ার।

তবে শিক্ষার্থীরা বলেন আশ্বাস নয় বাস্তবায়ন চান তারা। এরপর মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল শেষে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বুয়েটের ডিন অধ্যাপক ড. ইজাজ হোসেন। বুয়েট প্রশাসন এ ঘটনায় বিব্রত উল্লেখ করে তিনি বলেন, ছাত্র রাজনীতি বন্ধের চিন্তাভাবনা করছে।

তিনি আরও বলেন, বুয়েটে কিন্তু রাজনীতি বন্ধই ছিল। কিন্তু কাগজে কলমে থাকলেও বাস্তবায়নটা ঠিকমত হয়নি। আমরা ওই জিনিসটা আবার নিয়ে আসবো।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ