আওয়ার ইসলাম: বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যা ঘটনার পর থেকে এখন পর্যন্ত বুয়েটের উপাচার্য ঘটনাস্থলে না আসায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা বিকেল ৫টার মধ্যে ভিসিকে ক্যাম্পাসে আসার আল্টিমেটামও দিয়েছেন। তবে বুয়েটের উপাচার্য অসুস্থ বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সেতুমন্ত্রী বলেন, বুয়েটের ভিসি অসুস্থ বলে এখনও শিক্ষার্থীদের কাছে যাননি, তবে তিনি যাবেন।
আবরার ফাহাদ হত্যার ঘটনায় আওয়ামী লীগ দায় নেবে কী না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতাসীন দলে অনেকেই ঢুকে পড়ে। এখানে দেখার বিষয় হল এক্ষেত্রে আমাদের ভূমিকা কী। অপকর্ম করে কেউ পার পায় নি, পাবেও না।
ফাহাদ হত্যার ঘটনায় দ্রুত সময়ে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে বলে দাবি জানিয়ে তিনি বলেন, প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রীর মনোভাব জানে এবং তাই কঠোর ব্যবস্থা নিচ্ছে। ৫ মিনিটের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বিচার প্রক্রিয়া চলছে। একদিনেই তো আর বিচার করা যায় না।
বারবার ছাত্র হত্যার ঘটনা বিচারহীনতার কারণে ঘটছে কিনা এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিচারহীনতা নেই। প্রতিটি ঘটনার বিচার হয়েছে। চাঁদের ঔজ্জ্বল্য আছে। ছোট কালিমা চাঁদের ঔজ্জ্বল্য ম্লান করতে পারে না।
বুয়েটে ছাত্র হত্যা নিয়ে সারাদেশে আন্দোলনের পরিবেশ সৃষ্টি হচ্ছে-এ বিষয়ে সরকার প্রস্তুত কী না জানতে চাইলে মন্ত্রী বলেন, কোথাও আন্দোলনের ছোট ঢেউও নেই। ছাত্রলীগের গুটিকয়েক অপরাধ করলে বা যুবলীগের গুটিকয়েক অপরাধ করলে সেটার জন্য গোটা সংগঠন দায়ী নয়। দলের পরিচয়ে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না।
-এএ