শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


ছাত্রলীগ নেতাসহ ১৯ জনের নামে মামলা করলেন আবরারের বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে রাজধানীর চকবাজার থানায় একটি মামলা করা হয়েছে। এতে বুয়েট শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ ১৯ জনকে আসামি করা হয়।

সোমবার বিকালে আববারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে এ মামলা করেন।

চকবাজার মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবদুল বাতেন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে মামলায় কাদের নাম রয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেননি তিনি।

এর আগে সোমবার সন্ধ্যা পর্যন্ত আবরার হত্যায় ছাত্রলীগ নেতাসহ নয়জনকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনিক সরকার, ক্রীড়া সম্পাদক ও নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেফতাহুল ইসলাম জিয়ন, বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন। বাকিদের পরিচয় জানা যায়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ