আওয়ার ইসলাম: যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কাকরাইলের অফিস থেকে একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুটি বৈদ্যুতিক টর্চার মেশিন, বিদেশি মদ ও ১১৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এছাড়াও অফিস তল্লাশি করে দুটো বিরলপ্রজাতীর ক্যাঙ্গারুর চামড়া পাওয়া গেছে।
রোববার সন্ধ্যায় র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. সারোয়ার আলম এই তথ্য জানিয়েছেন। আজ দুপুরে রাজধানীর কাকরাইলের ভূঁইয়া ট্রেড সেন্টারে শুরু হয়।
এর আগে, ভোরের দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে’ সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করে র্যাব। এরপর সম্রাটকে সঙ্গে নিয়ে দুপুর দেড়টায় তার ঢাকার কাকরাইল কার্যালয়ে অভিযান শুরু করা হয়।
সম্রাটকে আনার আগেই তার কার্যালয়ের সামনে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।এদিকে র্যাবের হাতে আটকের পর যুবলীগ থেকে বহিষ্কার করা হয় তাকে।
-এএ