আওয়ার ইসলাম: রংপুর-৩ আসনে উপনির্বাচনের নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। মোট ১৭৫টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রের ফল প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে। ওই কেন্দ্রে এগিয়ে আছেন মহাজোট প্রার্থী লাঙ্গল প্রতীকের রাহগীর আল মাহী ওরফে সাদ এরশাদ।
শহরের কেরামতিয়া কেন্দ্রের ৩৬৪১ ভোটারের মধ্যে ৪৮৫ জন ভোট দিয়েছেন। এরমধ্যে ৩১৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছে লাঙ্গল প্রতীক। বিএনপির প্রার্থী রিটা রহমান ধানের শীষ প্রতীকে ১০৭ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার ওরফে আসিফ মোটরগাড়ি প্রতীকে ৬১ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
শনিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে রংপুরের পুলিশ হলে বেসকারিভাবে এ ফল ঘোষণা করা হয়। মোট ৬ প্রার্থী এ নির্বাচনে অংশ নেন। তবে বাকি ৩ প্রার্থী এ কেন্দ্রে কোনো ভোট পাননি।
রংপুর-৩ আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী রাহগির আলমাহি সাদ এরশাদ (লাঙল), বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (মোটরগাড়ি), এনপিপির শফিউল আলম (আম), গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ বায়েজিদ (মাছ) এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল (দেয়াল ঘড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রংপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৪১ হাজার ২২৪। এদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২০ হাজার ৮২৩ জন এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৪০১ জন। নির্বাচনে ছয়জন প্রার্থী ভোটের লড়াই করছেন।
-এএ