শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


বিকেলে আল্লামা হবিগঞ্জীর এনজিওগ্রাম; দেশবাসীর দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শায়খুল হাদিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর স্বাস্থ্যের উন্নতি হয়েছে। তবে শারীরিক অবস্থার পর্যবেক্ষণের জন্য আজ বিকেলে তার এনজিওগ্রাম করা হবে এবং হার্টে আইসিডি বসানো হবে

হাসপাতালে উপস্থিত আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ছেলে মাওলানা মাবরুরুল হক আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, বর্তমানে দেশের বিশিষ্ট এ হাদিস বিশারদ ও রাজনীতিবিদ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডাক্তার মুনিবুজ্জামানের অধীনে চিকাৎসাধীন আছেন।

এর আগে, স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কয়েকদিগন ধরে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের  সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী। পরে গত ররবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে সিলেট থেকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে আনা হয় তাকে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৯ জুলাই অসুস্থ হয়ে লন্ডনের ইউলিয়াম হার্ভে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে হার্টের এনজিওগ্রাম করা হয়।

আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর পরিবারের সদস্য ও মাদরাসার ছাত্ররা তার সুস্থতার জন্য সকলের কাছে বিশেষ দোয়া কামনা করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ