শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


আল্লামা হবিগঞ্জীর সুস্থতা কামনায় আল্লামা আহমদ শফীর দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লমা  তাফাজ্জুল হক হবিগঞ্জীর সুস্থতা কামনায় দোয়া কামনা করেছেন হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। আজ বুধবার জোহরের নামাজের পর চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারীর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এতে দারুল উলুম হাটহাজারীর শিক্ষক- শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর মতো আলেম খুব প্রয়োজন উল্লেখ করে তাঁর দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘ হায়াতের জন্য দেশবাসীরর কাছে দোয়া চান আল্লামা শাহ আহমদ শফী।

উল্লেখ্য. স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কয়েকদিগন ধরে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী। পরে গত রোববার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে সিলেট থেকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে আনা হয়।

শারীরিক অবস্থার পর্যবেক্ষণের জন্য আজ (বুধবার) বিকেলে তার এনজিওগ্রাম করা হবে এবং হার্টে আইসিডি বসানো হবে। হাসপাতালে উপস্থিত আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ছেলে মাওলানা মাবরুরুল হক আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৭ সালের ১৯ জুলাই অসুস্থ হয়ে লন্ডনের ইউলিয়াম হার্ভে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে হার্টের এনজিওগ্রাম করা হয়।

আল্লামা হবিগঞ্জী জামিয়া উমেদনগর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীসের গুরু দায়িত্ব পালনের পাশাপাশি ঈমান-আক্বীদা ও ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদ বিরোধী হেফাজতের আন্দোলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হিসেবে তার বলিষ্ঠ নেতৃত্ব ও অসাধারণ ভূমিকা ঈর্ষণীয়। তিনি বৃদ্ধ বয়সেও ইসলাম ও দেশের স্বার্থে নিরলসভাবে দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ