শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে পাক-আফগান এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

দেওবন্দ মাদরাসা পরিদর্শনে এসে অভিভূত দিল্লী হাইকোর্টের বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ঐতিহাসিক দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দ পরিদর্শন করলেন দেশটির দিল্লী হাইকোর্টের প্রধান বিচারপতি তলুনাথ সিং। তিনি মাদরাসার  শ্রেণিকক্ষ, আবাসিক ভবন, লাইব্রেরী ও দারুল উলূম দেওবন্দের অন্যান্য ভবন ঘুরে দেখেন।

২৯ সেপ্টেম্বর (রোববার) বিচারপতি তলুনাথ সিং তার স্ত্রীসহ দারুল উলূম দেওবন্দে পৌঁছলে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানী, ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল খালেক মাদ্রাজী তাদেরকে স্বাগত জানান।

তারা বিচারপতির সামনে দেওবন্দের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা-সংস্কৃতি, শিক্ষাব্যবস্থা, ছাত্রদের অবস্থান, খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা, ভারতের স্বাধীনতা যুদ্ধে দেওবন্দের  আকাবিরদের অবদানের কথা তুলে ধরেন।

দিল্লী হাইকোর্টের প্রধান বিচারপতি তলুনাথ সিং দেওবন্দ পরিদর্শন নিজের সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমি দারুল উলূম দেওবন্দ সম্পর্কে অনেক পড়েছি এবং শুনেছি। এখানে আসার জন্য আমার মন উদগ্রীব হয়ে অপেক্ষা করছিল। আজকে আসতে পেরে এবং আপনাদের ভালোবাসা পেয়ে আমার খুবই ভালো লাগছে।

তিনি বলেন, এখানকার লাইব্রেরীতে যেসব কিতাব আমি দেখেছি, আমার কাছে মনে হয়, শুধু দেশের জন্যই বরং সমগ্র বিশ্বের জন্যই অনেক বড় সম্পদ।

তিনি বলেন, এখানে যে পাঁচ হাজার স্টুডেন্ট লেখাপড়া করছে, এরাতো যে কোনো শহরের তুলনায় অনেক ভালো পড়াশোনা করছে। দেশের উন্নয়নের অংশীদার হচ্ছে।

এ জাতীয় প্রতিষ্ঠান আরও প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, এসব প্রতিষ্ঠান বাড়লে দেশের জন্যই মঙ্গল। এরাই দেশ এবং বিশ্বের সব মানুষের উপকারে আসবে।

দিল্লী হাইকোর্টের প্রধান বিচারপতি তলুনাথ সিং দেওবন্দে অবস্থানের সময় উপস্থিত ছিলেন, মিলু চৌধুরী, রাকেশ কুমার, মাওলানা মুরতাজা, মাওলানা আসজাদ, মাওলানা শফিকুর রহমান, মাওলানা মুকিমুদ্দীন প্রমুখ।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ