মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


পেট ব্যথায় যে আমল করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাওয়া-দাওয়া বা অনিয়ম কিংবা বদ হজমের কারণে অনেক সময় পেট ব্যথা হয়। পেট ব্যথা যে কারণেই হোক তা মানুষের জন্য মারাত্মক অস্বস্থিরতার কারণ। তাই পেট ব্যথা থেকে মুক্ত থাকতে চিকিৎসা গ্রহণ করা জরুরি।

চিকিৎসাগ্রহণ ছাড়াও পেট ব্যথাসহ যে কোনো ব্যথা থেকে মুক্ত থাকতে রয়েছে কুরআন ও হাদিসের কার্যকরী আমল। যে আমলে মানুষ পেট ব্যথাসহ যাবতীয় ব্যথা থেকে হেফাজত থাকা সম্ভব।

পেট ব্যথা থেকে মুক্ত থাকতে কুরআনুল কারিমের একটি আয়াত তুলে ধরা হলো। যা নিয়মিত পাঠ করলে পেট ব্যথা থেকে বেঁচে থাকা যায়। তা হলো- لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ

উচ্চারণ: লা ফিহা গাওলুন ওয়া লা হুম আনহা ইয়ুংযাফুন। (সুরা আস-সাফ্ফাত: আয়াত ৪৭)

আমল: পেটের ব্যথায় কাতর ব্যক্তি কিংবা যে পেট ব্যথায় আক্রান্ত, সে ব্যক্তি প্রতিদিন প্রত্যেক নামাজের পর ৫ বার এ আয়াতটি পড়বে। ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা তাতেতার অসুস্থতা থেকে মুক্তি দিবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ