শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬


সিসিইউতে আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী; দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

জানা যায়, গতকাল সারাদিন তিনি রেঙ্গা মাদরাসায় বুখারি শরিফের দরস প্রদান করেন।  রাতে স্বাস্থ্যের অবনতি হলে তাকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে সিসিইউতে নিয়ে আসা হয়।

বর্তমানে উপমহাদেশের শীর্ষ হাদীস বিশারদ ও প্রবীণ এ আলেম  সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

এর আগে আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী ২০১৭ সালের ১৯ জুলাই অসুস্থ হয়ে লন্ডনের ইউলিয়াম হার্ভে হাসপাতালে ভর্তি হন। পরে হার্টের এনজিওগ্রাম করা হয়।

এদিকে আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর পরিবারের সদস্য ও মাদরাসার ছাত্ররা তার সুস্থতার জন্য সকলের কাছে বিশেষ দোয়া কামনা করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ